fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়ভারতকে অনুরোধ করেনি আ. লীগ, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

ভারতকে অনুরোধ করেনি আ. লীগ, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, শেখ হাসিনার পক্ষ থেকে এ ব্যাপারে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছি’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জেরে আজ শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে। তাই বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে অনুরোধ করব এমন কাজ আওয়ামী লীগ করে না। জনগণই আমাদের ক্ষমতার উৎস। বাইরের কেউ আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। যিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত মত।

সেতুমন্ত্রী ও.কাদের আরো বলেন, হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments