fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকরাশিয়ার সেনাদের ওপর বিষ প্রয়োগের অভিযোগ

রাশিয়ার সেনাদের ওপর বিষ প্রয়োগের অভিযোগ

ইউক্রেনে বেশ কয়েকজন রুশ সেনা রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার রাশিয়ার সংবাদমাধ্যমের আরটি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কিয়েভের বিরুদ্ধে ‘রাসায়নিক সন্ত্রাসের’ অভিযোগ এনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই রুশ সেনাদের কাছ থেকে নেওয়া নমুনায় বোটুলিনাম টক্সিন টাইপ বি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাপোরোজিয়া অঞ্চলের ভাসিলিভকা গ্রামে অবস্থানরত রুশ সেনাদের ৩১ জুলাইয়ের পর ‘গুরুতর বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়’।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, দোনবাস এবং অন্যান্য এলাকায় একের পর এক সামরিক পরাজয়ের পর ‘জেলেনস্কি সরকার রাশিয়ান কর্মী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে বিষাক্ত পদার্থ ব্যবহার করে সন্ত্রাসী হামলার অনুমোদন দিয়েছে’।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments