fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিআওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : কাইয়ুম চৌধুরী

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : কাইয়ুম চৌধুরী

সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে- সরকার জনগণ নয়, প্রতিবেশীদের দয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়।’

বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ঢাকা দক্ষিণ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগণকে ভাতে মারতে চায়। জনগণ আর আওয়ামী লীগকে চায় না। দেশে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।’

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন মুসিকর রহমান মুহি, মহিউস সুন্নাহ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, রুহেল আহমদ, মিনহাজ চৌধুরী ও অ্যাড. মামুন আহমদ রিপন প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments