লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মানিক মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, মানিক তার বাবার সঙ্গে দেখা করতে উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় বাইসাইকেলে যোগে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আর ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানারর অফিসার ইন চার্জ ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।