নির্বাচন কমিশনের পাঁচ বছরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ‘নির্বাচননামা’ নামে একটি বই লিখেছেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
এই বইয়ে নির্বাচনের অনেক অজানা কাহিনি তিনি লিপিবদ্ধ করেছেন। বইয়ের বিষয়ে তিনি মৃত্যুর আগে এই প্রতিবেদককে বলেছিলেন, ‘নির্বাচননামা’ তার মৃত্যুর পরে ছাপা হবে।
বইয়ে কী কী বিষয় থাকছে প্রশ্নে তিনি বলেছিলেন, নির্বাচননামায় নির্বাচন কমিশনে অনেক না বলা কথা থাকবে। অনেক সময় আমার বক্তব্য নির্বাচন কমিশন সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ হয়নি। সেই সব গুরুত্বপূর্ণ বক্তব্য এই বইয়ে থাকবে।
তিনি অসংখ্যবার ইউ, ও নোটের মাধ্যমে সিইসি, কমিশনারবৃন্দ ও সচিবকে বিভিন্ন বিষয় জানিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন সিটি নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের বিভিন্ন ঘটনার বিবরণ তিনি বইয়ে লিখেছেন।