fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজশাহীর কলেজ ছাত্র রাব্বির (১৯) আর ঈদ করা হলো না

রাজশাহীর কলেজ ছাত্র রাব্বির (১৯) আর ঈদ করা হলো না

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর গ্রামের ফারদিন ইসনা আশারিয়া রাব্বি (১৯), পিতা- মোজাফফর হোসেন, রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । রেলস্টেশনে পৌঁছানোর আগেই কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করে।

ঈদুল আজহা উপলক্ষে কলেজ ছুটি হয়ে যাওয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী নগরের বর্ণালি মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ফারদিন শহরের একটি মেসে থাকতেন। ঈদের ছুটিতে তিনি আজ সকাল ৬টা ২০ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ির যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছিলেন। পথে বর্ণালি মোড়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাই মনে করা হচ্ছিল। কিন্তু ফারদিনের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল খোয়া যায়নি। তাই এখন ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলেই মনে করছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments