রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর পূর্ব রায়পাড়া এলাকার সাগর, গুড়িপাড়া এলাকার রকি ও নাফিজুল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অপর আরেক আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এছাড়াও উল্লেখ্য যে আজ সারাদেশের গাইবান্ধা, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আরো ৯ জন নিহত হয়েছেন।