fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকলা লিগায় রিয়ালের জয় অব্যাহত

লা লিগায় রিয়ালের জয় অব্যাহত

লা লিগায় জয় অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে তারা।

এদিন রিয়ালের এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ডেভিড আলাবার লম্বা পাস থেকে বল পান ভিনিসিউস জুনিয়র, নবম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেটিস গোলকিপার রুই সিলবার মাথার উপর দিয়ে বল তুলে দিলে জালে জড়ান। ৮ মিনিট পর বেটিস জবাব দেয় রিয়ালেরই অ্যাকাডেমির ছাত্র সার্জিও কানালসের সমতা সূচক গোলে। থিবো কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

কার্লো আনচেলত্তির দল লিড নিতে মরিয়া ছিল। কয়েকটি সুযোগ নষ্ট করার পর তারা ৬৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ফেডেরিকো ভালভার্দের ক্রস থেকে ২-১ করেন রদ্রিগো।

উল্লেখ্য, এই মৌসুমের একমাত্র দল হিসেবে প্রথম চার ম্যাচের সবগুলো জিতেছে রিয়াল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments