fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশকক্সবাজারপর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়

পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়

দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে দুই হোটেল কর্মচারীকে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টায় জিম্মি পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানা ৯৯৯ নম্বর কল করে অভিযোগ জানান। এরপর ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল কক্ষ থেকে তাদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভুক্তভোগী পর্যটকরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে নেওয়াজ নাছির এবং আনোয়ারা উপজেলার চুন্না পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আইয়ুব।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের ঊর্ধ্বতন সহকারী পুলিশ সুপার  মিজানুজ্জামান চৌধুরী জানান, রবিবার বিকালে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের বাজার এলাকায় পৃথক এ ঘটনা ঘটেছে।

আটক হোটেল কর্মচারী দু’জন হলেন- হোটেল সী-পার্ল-১ এর ম্যানেজার মোহাম্মদ দিদার ও কর্মচারী সালাউদ্দিন।

অপহরণ করে আনা দুই পর্যটককে হোটেল কক্ষে জিম্মি করে রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এতে অপহরণকারীদের দেওয়া চারটি বিকাশ নম্বরে আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। এরপর ওই দুই পর্যটককে হোটেল কক্ষের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর সোমবার রাত ২টায় জিম্মি পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানা ৯৯৯ নম্বর কল করে জানালে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল কক্ষ থেকে তাদের উদ্ধার এবং হোটেলের দুই কর্মচারীকে আটক করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments