ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আলভী। এই ঘটনায় জেলা ছাত্রলীগ তাকে অব্যাহতি দিয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আলভীকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হলো।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে ইয়াবার চালান পাচারকালে পুলিশের হাতে ১৪শ পিস ইয়াবা নিয়ে এক সহযোগীসহ আটক হন ছাত্রলীগ নেতা গাজী আতিকুল ইসলাম আলভী। তার সহযোগী ছিলেন খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ শাওন।
জেলা ছাত্রলীগ সভাপতি এম এম বোরহান উদ্দিন বলেন, আলভীর অপরাধটি গুরুতর ও ক্ষমার অযোগ্য। এজন্য আমরা তাকে সাংগঠনিক সিদ্ধান্তে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছি। কেন্দ্রীয় কমিটির কাছে তাকে স্হায়ীভাবে বহিষ্কার করার সুপারিশও করেছি।
ঘটনাটি নিয়ে তোলপাড় হয়েছে পটিয়ায়। জানা গেছে, পুলিশ ছাড়াও পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় রয়েছে। তবু বেশ কয়েক বছর ধরে ইয়াবার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পটিয়া। সন্ধ্যা নামলে পৌরসভা ও ইউনিয়নে অন্ধকার অলিগলিতে দেদারসে ইয়াবা বিক্রি করে কিছু বিপদগামী যুবক আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে।