দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার নামে বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত মিনহাজুল ইসলাম মিনার দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন স্থানীয় খানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, বুধবার রাতে ৮-১০ জন মিলে দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিনহাজুল ইসলাম। পরে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় জানান, মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ময়নাতদন্তের পর তারা বিজিবির মাধ্যমে লাশ ফেরত দেবে বলে জানা গেছে।
দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যটালিয়নের অধীনে দাইনুর বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন সাংবাদিকদের জানান, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। নিহত মিনহাজুলের লাশ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।