শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন সমির কুণ্ডু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সমির কুণ্ডু নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা।নাটোর রেলস্টেশন মাস্টার কামরুনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সমির কুণ্ডুর ছোট ভাই তপন কুণ্ডু জানান, তার ভাই সদর উপজেলার হালসা স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক। সকালে ছেলেকে কোচিংয়ে দিতে বাড়ি থেকে বের হন। এরপর স্টেশন থেকে পরিচিত লোকজন আত্মহত্যার বিষয়টি তাদের জানান।
রেলস্টেশন মাস্টার কামরুনাহার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সমিরের মরদেহ উদ্ধার করে স্টেশনের প্ল্যাটফর্মে রাখে। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের পাঠিয়েছে।