গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর তিন নাম্বর গেট এলাকায় সামিউল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকালে অটোরিকশাযোগে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর তিন নাম্বর গেট এলাকায় বুধবার সকালে অটোরিকশা যুগে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় পিছন থেকে সামিউল পরিবহন নামে একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
সালনা হাইওয়ে থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ওই ঘটনায় বাসটি আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।