ইউরোপা লিগে প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ সেপ্টেম্বর রাতের ম্যাচে শেরিফকে ২-০ গোলে হারিয়ে আসরে ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। এ ম্যাচে গোল করার মাধ্যমে ১০১ দিন পর গোলখরা কাটালেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
হার দিয়ে ইউরোপা লিগ শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তারা হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। আসরে টিকে থাকার লড়াইয়ে শেরিফের মাঠে তাই জয়ের বিকল্প ছিল না রেড ডেভিলদের সামনে।
শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদোকে রেখে, তাই শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে এরিক টেন হ্যাগের শিষ্যরা। ম্যাচের ১৭তম মিনিটে সাফল্যও আসে। সাঞ্চোর গোলে ১-০ তে এগিয়ে যায় রেড ডেভিলরা।ব্রুনো-এরিকসেনের নৈপুণ্যে, মিডফিল্ডে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি ইউনাইটেড। তবে ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের অভাব ভোগায় দলটিকে। একাধিক সুযোগ হাতছাড়া করেন রোনালদো নিজেও।
তবে অপেক্ষার সমাপ্তি ঘটে ৩৮তম মিনিটে। শেরিফের ডি বক্সে দালত ফাউলের শিকার হলে, হলুড কার্ড দেখায় রেফারি। সেখান থেকে পাওয়া পেনাল্টিকে গোলে রূপান্তরিত করেন পর্তুগিজ তারকা।ইউরোপা লিগ ও চলতি মৌসুমের প্রথম, সব মিলিয়ে ১০১ দিন পর গোল পেলেন রোনালদো। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে গত মে মাসে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবশেষ গোল করেছিলেন সিআরসেভেন। ক্লাব ফুটবলের ৭০০ গোলের মাইলফলক ছুঁতে, তার অপেক্ষা আর মাত্র ১ গোলের।
২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দুল। দ্বিতীয়ার্ধে বেশকিছু পরিবর্তন আনলেও ব্যবধান বাড়াতে পারেনি ইউনাইটেড। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান এখন দুই নম্বরে।ইউনাইটেডের জয়ের রাতে জয় পেয়েছে রোমাও। গোলশূন্য প্রথমার্ধের পর, ইতালিয়ান জায়ান্টরা খোলস ছেড়ে বেরিয়ে আসে দ্বিতীয়ার্ধে। এদিন মাঠে নামার ৭০ সেকেন্ডের মাথায় গোল পান আর্জেন্টাইন তারকা।মিনিটখানেক পরেই সে ব্যবধান দ্বিগুণ করেন পেলেগ্রিনি। ম্যাচের ৬৮ তম মিনিটে বেলোত্তির গোলে ৩-০ তে এগিয়ে যায় মরিনহোর শিষ্যরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে, সহজ জয়েই ম্যাচ শেষ করে রোমা।