fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এর আগে তাদের আদালতে হাজির করা হয়।

এর আগে শুক্রবার ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে আজ সকালে দুটি মামলা করা হয়।

একটি মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন। অপরটি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুর রহমান।

গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করে পুলিশ। এখন উভয় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আমিনুরের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢুকে লাঠিসোঁটা, হকিস্টিক, রড, দেশীয় অস্ত্র নিয়ে বাদী এবং তার বন্ধুদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এছাড়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। এতে হাসপাতালে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১৮৬, ৩৫৩ ও ১০৯ ধারায় মামলাটি করেন ছাত্রলীগ কর্মী আমিনুর।

উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। সেটি ছাত্রলীগ পণ্ড করে দেয় বলে অভিযোগ ওঠে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments