fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেরায় বিদ্যুৎস্পৃষ্টে মরিয়ম বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যে নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মাহামুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হাফিজি মাদরাসায় চাকুরি করেন।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভিতর টুপিন লাগাতে যায়। এসময় টুপিনের তার লিক থাকায় সে বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে মরিয়মকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments