ন্যাটো জোটভুক্ত কোনো দেশে রাশিয়া কর্তৃক আক্রান্ত হলে সম্মিলিত জবাব দেওয়া হবে। মঙ্গলবার এমন হুঁশিয়ারিই দিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।
এছাড়াও যুদ্ধক্ষেত্রে হেরে রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের পায়তারা করে কিনা সেদিকেও ন্যাটো খেলায় রাখছে।
যদিও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ মিত্র দেশের সেনারা দেখতে পায়নি। নিয়মিত সামরিক মহড়া বাতিল না প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।
স্টোলেনবার্গ বলেন, ‘এখনই সময় এটা নিশ্চিত ও পরিষ্কার করার যে, ন্যাটো তার সব সদস্য ও মিত্রদের রক্ষা করবে। যদি পূর্বনির্ধারিত কোনো মহড়া বাতিল করা হয়, তবে তা ভুল বার্তা দেবে। দীর্ঘমেয়াদি পরিকল্পিত মহড়া ইউক্রেন যুদ্ধের কারণে বাতিল করা ঠিক হবে না।’