fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকজাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস

গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে সংযুক্ত করার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে ১৪৩ দেশ। আর ভোটদানে বিরত ছিল ভারত-চীনসহ ৩৫ দেশ।

প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর ইউক্রেনের ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়াতে গণভোট অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার সঙ্গে একীভূত হতে ব্যাপক ভোট পড়েছে বলে দাবি করেছে রাশিয়া। এই ভোটের ফলাফলের ভিত্তিতে ওই চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় মস্কো।

তবে ওই গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। এতে রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারেরও দাবি করা হয়। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments