যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন গুলিতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে।
রেলিগে হামলার ঘটনায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তিনি ছুটিতে ছিলেন। হামলায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর হামলাকারী ঘাতক বন্দুকধারী কিশোরকে আটক করা হয়। হামলাকারী একজন শ্বেতাঙ্গ কিশোর। সে বেশ লম্বা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইট পোস্টে নিশ্চিত করেছে পুলিশ।