fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধবাস থেকে ধাক্কা দেওয়ায় প্রাণ গেল যুবকের

বাস থেকে ধাক্কা দেওয়ায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস থেকে ফেলে দেওয়ায় গাড়িচাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন এক যাত্রী। নিহতের নাম আবু সায়েম মুরাদ

আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় চালক সালাউদ্দিন ও হেলপার মোহনকে স্থানীয়রা আটক করে ধোলাই দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত আবু সায়েম মুরাদ দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের মৃত হেদায়েত উল্লাহর ছেলে।  তিনি মতিঝিলে একটি বায়িং হাউসে চাকরি করতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
নিহতের বড় ভাই আবু সাদাদ সাহেদ বলেন, ‘আমার ভাই সায়েম ওই বাসে চড়ে বাসার উদ্দেশ্যে ফিরছিল। বাসে হেলপার এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় সে প্রতিবাদ করেছিল।  এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ভাই গাড়ি থেকে নামার সময় ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ও নিচে পড়ে যায়। তখন ওই বাসের পেছনের চাকা ওর মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আমার ভাই। ’ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই আশরাফুল বলেন, বাসটি ৮ নম্বর রুটের। গাবতলী থেকে যাত্রাবাড়ী চলাচল করে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হেলপার ও চালককে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments