জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ৫ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এর মধ্যে ২ জন প্রার্থী পেয়েছেন শূন্য ভোট।
২ প্রার্থী হলেন স্বপন হাওলাদার ও মোহাম্মাদ দিদার মিয়া। এছাড়া গোলাম কিবরিয়া বিশ্বাস পেয়েছেন ১ ভোট।
নির্বাচনের ফলাফল সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলায় ১৭১ ভোটের মধ্যে ১৭১ জনই ভোটাধিকার প্রয়োগ করেন। ১০৮ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আসিক ইকবাল ফরিদপুর জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী সাহিন শেখ ৬২ ভোট পান।