fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাগাজীপুরগাজীপুরে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় আল আমিন হোসেন আরো একজনের মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর সকাল পৌনে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানিয়েছেন, পারভেজের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে মারা যান আতিকুল ইসলাম মিঠু। সোমবার পারভেজ নামে আরো একজন মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজন। এ ঘটনার পর আরো দুই জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আল আমিনের চাচা মির্জা গালিব জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামে। বাবার নাম মোহাম্মদ আলী। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারভিনকে নিয়ে গাজীপুর বোর্ডবাজার বটতলা এলাকায় থাকতেন। ওয়ার্কশপে কাজ করতেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments