ত্রিদেশীয় সিরিজে টানা চার হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্ততি ম্যাচেও আফগানদের বিপক্ষে ৬২ রানে হেরেছে বাংলাদেশ।
ব্যাট-বল কোনো ডিপার্টমেন্টেই ভালো করতে পারছে না টাইগাররা। দলীয় পরিকল্পনার ঘাটতিও পরিষ্কার। সেই বিধ্বস্ত অবস্থা নিয়ে আগামীকাল বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় মাঠে নামার আগে এটাই টাইগারদের নিজেদের পরখ করে নেওয়ার শেষ সুযোগ। সাকিব বাহিনী কী কালকের ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা।
২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ড থেকে উঠে আসা এ গ্রুপের দুই নম্বর দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা।