fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকতৃতীয় মেয়াদে চীনে নির্বাচিত শি জিনপিং

তৃতীয় মেয়াদে চীনে নির্বাচিত শি জিনপিং

তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। রবিবার কমিটির প্রথম প্লেনারি সেশনে তাকে নেতা নির্বাচিত করা হয়।

২০১২ সাল থেকেই চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন ৬৯ বছর বয়সী শি জিংপিং। ২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি।

মাও জেদংয়ের পর শিকে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয়।চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাংহাই পার্টি প্রধান লি কিয়াং। লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে লি কিয়াংয়ের পাশাপাশি আরও জায়গা পেয়েছেন ঝাও লেজি, ওয়াং হুনিং, চাই কি, দিং জুএক্সিয়াং ও লি শি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments