fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধডিআইজি বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড

ডিআইজি বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের মামলায় কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া কারা উপমহাপরিদর্শক ডিআইজি বজলুর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সময়ে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দিয়েছেন।

রবিবার সকাল ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।আদালত একই সাথে ৩ কোটি ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় আনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন আদালত।গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

এর আগে গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments