গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার গৃহকর্তাসহ চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোরে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে এলাকাবাসী কাথোরা এলাকার ইয়াকুব আলী মণ্ডলের বাড়িতে ছুটে আসে। এ সময় ইয়াকুব আলীর একতলা বাড়ির বেডরুম থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা গৃহকর্তা ইয়াকুব আলী (৫৬), তাঁর স্ত্রী আকলিমা বিবি (৪৫), ছেলে স্বপন এবং শ্বশুর নূর মোহাম্মদ শেখকে (৭৯) উদ্ধার করে। পরে তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী, আকলিমা ও নূর মোহাম্মদ শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে বা আগুন লাগার সূত্রপাত কোথায় তা জানা যায়নি। আগুনে কক্ষের আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কাউন্সিলর শহীদুল আরো বলেন, ‘ঢাকা মেডিকেলে ভর্তি ইয়াকুব আলীর শরীরের বেশির ভাগ, তাঁর স্ত্রীর দেহের ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) শরীফুর রহমান জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ মুহূর্তে আগুন লাগার কারণ জানা যায়নি।