fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকব্যবসা-বানিজ্যদেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ ঘোষণা দিয়েছে।

সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত মানের স্বর্ণের দর ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৩২ টাকা। এতদিন যা ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

২১ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের মূল্য ১১০৮ টাকা হ্রাস করা হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৫১৬ টাকা। ১৮ ক্যারেটের দর কমানো হয়েছে ৯৩৩ টাকা। এখন তা বিক্রি হবে ৬৫ হাজার ৫৫২ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৭ টাকা কমেছে। যার দর ধার্য করা হয়েছে ৫৪ হাজার ৩৫৪ টাকা। তবে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments