ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে রাস্তার ম্যানহোল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক দুই দিন।
এ ব্যাপারে শাহবাগ থানার এসআই মামুনুর রশিদ মামুন বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের গেটের বাইরে ম্যানহোলের লোহার খাঁচার ঢাকনার ভেতর এক নবজাতককে ভাসতে দেখে স্থানীয়রা।পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ নবাজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ম্যানহোলের ভেতরে ওই নবজাতককে ফেলে দিয়েছিল। গতকাল প্রবল বর্ষণে পানিতে ডুবে গিয়েছিল ম্যানহোলের ঢাকনা। আজ পানি কমে যাওয়াতে ওই নবজাতকের মরদেহ ভেসে ওঠে এবং ম্যানহোলের ঢাকনা দিয়ে কিছু অংশ বের হয়ে আসে।