সাভারে বিয়ের কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। একই সঙ্গে নিখোঁজ থাকা ওই নারীর মরদেহ নির্জন একটি জায়গার কুয়া থেকে উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় শুক্রবার ২১ অক্টোবর ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া গ্রাম থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় কুয়া ওই নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।নিহত নারীর নাম পলি আক্তার। তিনি ঝালকাঠি জেলার সদর থানার পঞ্জিপুতি গ্রামের হাশেম মিয়ার মেয়ে।
পলি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
র্যাব জানায়, রেজাউল আশুলিয়া স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করলেও পলির সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এক সময় পলি রেজাউলকে বিয়ে করার জন্য চাপ দিলে তাদের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে রেজাউল পলিকে বিয়ে কথা বলে ডেকে নেন। ১১ অক্টোবর রাতে বন্ধু সাইফুল ও রিকশাচালক সামিউলের সহায়তায় পলিকে হত্যা করে লাশ নির্জন স্থানে গভীর কুয়া ফেলে দেয়।