রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া প্রত্যক্ষ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, ভ্লাদিমির পুতিন একটি নিয়ন্ত্রণ কক্ষে বসে পারমাণবিক বাহিনীর মহড়া দেখছেন।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার-ইন চীফ ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে স্থল, জল ও আকাশ পথের কৌশলগত বিশেষ ইউনিটের সদস্যেরা মহড়া করেছেন। এতে ব্যলিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন অঞ্চল পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।