মালদ্বীপের ঘরোয়া ফুটসাল ফুটবলে হ্যাটট্রিক করে নিজ দল ধিবেহি সিফাইঙ ক্লাবকে ফাইনালে তুলেছেন বাংলাদেশের গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।
শনিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে সাবিনাদের দল ৬-২ গোলে হারিয়েছে ওয়ামকোকে। সাবিনা খাতুন করেছেন ৩ গোল। বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়া করেছেন ১ গোল।৩ নভেম্বর তারা ফাইনালে এমপিএল-এর মুখোমুখি হবে।
পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে গেছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।