fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটবাড়ির কাজ শুরু সাফজয়ী ফুটবলার রূপনার

বাড়ির কাজ শুরু সাফজয়ী ফুটবলার রূপনার

অবশেষে সাফজয়ী ফুটবলার রূপনা চাকমার বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে।০৩ নভেম্বর দুপুরে বাড়ি তৈরির কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

নানিয়ারচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, সাফজয়ী ফুটবলার রূপনা চাকমার বাড়ি তৈরির কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বাড়িটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা। নানিয়ারচরের ইউএনও মো. ফজলুর রহমান বলেন, অনুমোদিত নকশা এবং নির্ধারিত বাজেট অনুযায়ী বৃহস্পতিবার থেকে বাড়িটি তৈরির কাজ শুরু করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের দক্ষিণ এশিয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিজয়ে অসামান্য অবদান রাখে জাতীয় দলের গোলরক্ষক রূপনা চাকমা। যে কারণে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments