ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী এবং মডারেটরদের শনাক্ত করেছে বোর্ড। তারা সবাই যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজের শিক্ষক। এবার তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের কিমিটি করেছে যশোর শিক্ষা বোর্ড। তবে প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায় যশোর শিক্ষা বোর্ডের কোনো দায় নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কে এম রব্বানীকে তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে। একই শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল এবং উপকলেজ পরিদর্শক মদন মোহন দাসকে কমিটির সদস্য করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্ন যশোর শিক্ষা বোর্ডের অধীনে মডারেট করা হয়েছিল। এ কারণে বিষয়টি খতিয়ে দেখতে যশোর শিক্ষা বোর্ডের অধীনে তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে যশোর শিক্ষা বোর্ড।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ড বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী ও চার যাচাইকারীকে (মডারেটর) চিহ্নিত করেছে। বোর্ডের দেওয়া তথ্য মতে, প্রশ্নপত্রটি তৈরি করেছেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। যাচাইকারীরা (মডারেটর) হলেন সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন,সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের বক্তব্যসহ সব নথিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।