fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানী’১০ ডিসেম্বর ঢাকা থাকবে জনতার দখলে’-

’১০ ডিসেম্বর ঢাকা থাকবে জনতার দখলে’-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি হবে। ঢাকার রাজপথ থাকবে জনতার দখলে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন, জাসাসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাবেক যুবনেতা সফিকুর রহমান মিঠু, ঢাকা মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, হাজী ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপি নেতা এম এস আহমাদ আলী, অ্যাডভোকেট মাসুম খান রাজেশ।

আমান উল্লাহ আমান আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে।’ এসময় উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার এবং রাজপথ ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments