fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধফারদিন হত্যায় অকাট্য কোনো প্রমাণ মেলেনি

ফারদিন হত্যায় অকাট্য কোনো প্রমাণ মেলেনি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যায় এখনও অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার ১৪ নভেম্বর সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি।আসলে আপনাদের জানানো হবে।

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনই কিছু বলতে পারছি না।

নিখোঁজের দুই দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছিলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে পুলিশের ধারণা ফারদিনকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় নিহতের বাবা নূরউদ্দিন ৯ নভেম্বর মধ্যরাতে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments