সম্প্রতি অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় টেস্টের পর এই ফরম্যাটেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব পান প্যাট কামিন্স। দায়িত্ব বেড়ে যাওয়ায় তিনি ২০২৩ আইপিএলে খেলবেন না বলে গুঞ্জন চলছিল। সেটাই সত্যি হলো, মঙ্গলবার টুইটারে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততার কারণে আইপিএল খেলবেন না কামিন্স। টুইটারে তিনি লিখেছেন, ‘আগামী বছরের আইপিএল না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি। আগামী ১২ মাস টেস্ট ওয়ানডেতে ঠাসা আন্তর্জাতিক সূচিক। তাই অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে একটু বিশ্রাম নেবো। কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ আমার সিদ্ধান্ত বুঝতে পারার জন্য। খেলোয়াড় ও স্টাফদের নিয়ে অসাধারণ একটি দল। আশা করি শিগগিরই তাদের সঙ্গে ফিরতে পারবো।’
১০ দল তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার ১৫ নভেম্বর। এই দিনেই আইপিএল না খেলার ঘোষণা দিলেন কামিন্স।