ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম শাওন হোসেন।
তার কাছ থেকে আটটি ভুয়া সার্টিফিকেট, দুটি মনিটর, সিপিইউ, কি-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটর, ছয়টি ক্যাবল ও চারটি প্যাকেট রেপিং ফিল্ম উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১৫ নভেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য শাওন হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শাওন দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন। এগুলো তিনি টাকার বিনিময়ে বিক্রি করতেন।