মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি একটি সংবাদের অনলাইন লিংক শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার সত্যিই জানতে ইচ্ছা করছে কে এই অসভ্য মেয়ে, ওর সাহস হয় কী করে। কারা আছে এর পেছনে?’
কয়েক দিন আগে শেষ হয়েছে বিবাহিত নারীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’।তবে শেষ ধাপে তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তাঁর বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনেছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল।
তিনি বলেন, ‘আমার একটা প্রশ্ন, আপনারা প্রগ্রামটা দেখেছেন? আপনাদের কি মনে হয়েছে, সাব্বির উদ্দেশ্যমূলকভাবে কথাটা বলেছে? সে একেবারেই ফান করে কথাটা বলেছে। মেয়েটা তো তখন হেসে হেসে কথা বলল, এখন কেন এসব কথা আসছে? মেয়েটা চাচ্ছে, এটা নিয়ে সবাই কথা বলুক।ফারজানা চুমকি গণমাধ্যমকে বলেন, ‘মীর সাব্বির তো এই টাইপের ছেলেই না। ড্রেস নিয়ে কেন কথা বলবে? আমি কি ঘোমটা দিয়ে চলি? সাব্বিরের বউ তো আর ঘোমটা দিয়ে চলে না। আমার মনে হয়েছে, মেয়েটা যা করল এটা একেবারে উদ্দেশ্যমূলক। আমি ইসরাত পায়েলকে চিনতাম না। আমাদের শোবিজের আরো অনেকেই তাকে চিনত না। এখন পরিচিতিটা পাচ্ছে। ভাইরাল হওয়ার জন্যই সে এসব করছে।’