যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস শহরে শনিবার রাতে সমকামীদের নৈশক্লাবে গণগুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে এক ব্যক্তি। হামলাকারীর গুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।ক্লাব কিউতে হামলায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ মধ্যরাতের আগে একটি ফোনকল থেকে বন্দুক হামলার বিষয়ে জানতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তবে হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ক্লাবে থাকা দুজন সাহসী যুবক সন্দেহভাজন হামলাকারীকে ধরে রেখেছিল।
গুগলের তালিকা থেকে জানা যায়, ক্লাব কিউ প্রাপ্তবয়স্কদের জন্য একটি সমকামী নৈশক্লাব। ক্লাবটিতে রাতের বেলা কারাওকে, ড্র্যাগ শো এবং ডিজেসহ বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে।প্রতিষ্ঠানটি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছে, তাদের সম্প্রদায়ের ওপর নির্বোধের মতো আক্রমণ করায় তারা বিধ্বস্ত। ‘আমরা আমাদের সাহসী গ্রাহকদের এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই, যারা বন্দুকধারীকে দমন করেছে এবং এই ঘৃণামূলক হামলার অবসান ঘটিয়েছে। ‘
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিনিরা ঘৃণা সহ্য করতে পারে না এবং সহ্য করা উচিতও নয়।