fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধতিনতলা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, আটক ৩

তিনতলা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে তানজিনা ইসলাম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার ২২ নভেম্বর বিকেলে উপজেলার ভৈরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মামুদুর রহমান, শ্বশুর হাজি আবুল খায়ের ও দেবর তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত তানজিনা ইসলাম মামুদুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কলহের জেরে তানজিনা ইসলাম ও তার স্বামী মামুদুর রহমানের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তানজিনা ইসলাম ভবনের তিনতলা থেকে মাটিতে পড়ে যান। পরে স্বামী, শ্বশুর, দেবর মিলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তানজিনা ইসলামের মরদেহ রেখে পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন নিহতের স্বামী, শ্বশুর ও দেবরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments