fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাহলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের ছাত্র।

জানা গেছে, সকালে হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন লিমন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে সে ছাদ থেকে পড়ে গেছে তা প্রাথমিক জানা যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments