সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। মফিজুল ইসলাম পরিবার নিয়ে গাজীপুর সদর থানার শাহাপাড়া এলাকায় ময়নুলের বাড়িতে ভাড়া থাকতেন।
পুবাইল থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মফিজুল ইসলাম গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে বের হন। তারা জয়দেবপুর থেকে ইজিবাইকযোগে পুবাইল যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুল ইসলাম মারা যান। এ সময় তার ছেলে আজিজ ও ইজিবাইকের চালক গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আজিজকে ঢাকায় স্থানান্তরের জন্য পরামর্শ প্রদান করেন। ঢাকায় নেয়ার পথে আজিজ মারা যায়।