fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধ২ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

২ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়াল আটজনে।

আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, ২৭ ও ২৬ বছর বয়সী নিহত ওই দুই তরুণের নাম যথাক্রমে নাইম জামাল ও মোহাম্মদ আয়মান।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, বৃহস্পতিবার নিহত দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন।

ইবনেসিনা হাসপাতাল থেকে তাদের মরদেহ ফিলিস্তিনি জনতা শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল এই হত্যার প্রতিবাদে জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি মিলিটারির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে ২১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments