আর্জেন্টিনার আরও একটি জয়, বিশ্বকাপে আরেক ধাপ এগিয়ে যাওয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে দলের সবাইকে মনে করিয়ে দিলেন, সামনে অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই।
মরুর বুকে প্রথম বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে পুরোটা সময় দাপট দেখায় আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে কিছুটা ছন্দছাড়া খেলতে থাকে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সতর্কতায় অক্ষত থাকে আর্জেন্টাইনদের গোলপোস্ট। শেষ পর্যন্ত জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে ম্যাচ নিয়ন্ত্রিত ছিল দাবি করে লিওনেল মেসি বলেন, ‘নিয়ন্ত্রিত একটি ম্যাচ ছিল। আমার মনে হয়, আমরা ম্যাচটি শেষ করতে পারতাম। মার্টিনেজের সেই সেভটি বাদ দিলে সম্ভবত আমরা খুব একটা ভুগিনি। এটি খুবই শারীরিক এক ম্যাচ ছিল। জয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ায় আমরা খুশি।’