রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাতিল নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিএন কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় শোয়াইব নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।