আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী।
গতকাল বুধবার সুবীর নন্দী হাইকোর্টে এ-সংক্রান্ত একটি রিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিটকারী অ্যাডভোকেট সুবীর নন্দী সাংবাদিকদের বলেন, ‘সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর আইন থাকলেও আদালত প্রাঙ্গণে তা কার্যকর হচ্ছে না। একমাত্র ধর্মীয় উপাসনালয়গুলো ছাড়া অন্য জায়গায় বঙ্গবন্ধুর ছবি টানাতে বাধা নেই। কিন্তু আদালত অঙ্গনে এ আইন বাস্তবায়ন করা হয়নি। আজ হাইকোর্টের নির্দেশে আইন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।’