বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে মরোক্কো ও স্পেন। এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচের ১২ মিনিটে ডি বক্সের সামান্য সামনে ফ্রি কিক পায় মরোক্কো। কিক নেন আচরাফ হাকিমি। কিন্তু তার নেওয়া কিক উপর দিয়ে চলে যায়।
স্পেন ফেভারিট হলেও মরোক্কো রূপকথার জন্ম দিতে চায়।
দুই দল সব মিলিয়ে তিনবার মাঠে লড়াই করেছে। যেখানে দুটি জিতেছে স্পেন, একটি ড্র গত বিশ্বকাপের গ্রুপপর্বে। ২০১০ সালের পর প্রথমবার শেষ ষোলোর বাধা তারা পেরোতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।