কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মাসেতু প্রকল্পের বাস্তব কাজের অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ। আর সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবো। চালু করতে করতে হয়তো আরও ৩-৪ মাস সময় লাগবে। সর্বশেষ ২০২১ সালের জুনের মধ্যে পদ্মাসেতুতে যানবাহন চলাচল করবে। আমরা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, আমরা এই প্রত্যাশাই করছি।
তিনি বলেন, সম্প্রতি কিছু মিডিয়ায় এসেছে পদ্মাসেতুর ব্যয় এত বেড়ে যাচ্ছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি, আমরা প্রজেক্টের প্রায় শেষ পর্যায়ে, এখন পর্যন্ত যে মূল সেতু নির্মাণবাবদ ব্যয় ১২ হাজার ১০০ কোটি টাকা, এটা বাড়ার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। নদীশাসনের বিষয়ে আমরা জোর গলায় বলতে পারি আট হাজার ৭০০ কোটি টাকার বাইরে যাবে না।