আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পেছনে পানির ট্যাংক সংলগ্ন ড্রেন থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হাসপাতালের পেছনে পোস্ট অফিস সংলগ্ন পানির ট্যাঙ্কের কাছের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে কালু নামের এক প্রতিবন্ধী।
পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আলী নবজাতকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।