fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যচাকুরীজনবল নিয়োগ বিজ্ঞপ্তি-কারা অধিদপ্তর

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি-কারা অধিদপ্তর

রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কারা অধিদপ্তর।এই অধিদপ্তরে ৩৮৩ জন কারারক্ষী নারী ও পুরুষ, নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পুরুষ কারারক্ষী পদে শূন্য পদ ৩৫৪টি। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৭ মিটার। বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার। ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য। এ পদে বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা।

মহিলা কারারক্ষী পদে শূন্য পদ ২৯টি। এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। নারীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার। বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন ৪৫ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ২১ বছর বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর অতিক্রান্ত হয়নি, তারাও আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। যেকোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে ফোন করা যেতে পারে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে/ ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

যেসব জেলায় শূন্য পদ নেই, সেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে হবে। অস্পষ্ট/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা দেওয়া হবে না।

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments